ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বান্ধবীকে থাপ্পড় দেওয়ায় ইবি ছাত্র বহিষ্কার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
বান্ধবীকে থাপ্পড় দেওয়ায় ইবি ছাত্র বহিষ্কার

ইবি: বান্ধবীকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র মাহমুদুল্লাহকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি জানান।

মাহমুদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় প্রকাশ্যে ওই ছাত্রীকে শারীরিক লাঞ্ছিত করে নিজ বিভাগের বন্ধু মাহমুদুল্লাহ। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে সুবিচার ও নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।

পরবর্তীতে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় ওই ছাত্রকে এক শিক্ষাবর্ষ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হয়। এর প্রেক্ষিতে রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে ছাত্র শৃংখলা কমিটির সভায় ওই ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।