ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিকৃবির নতুন ভিসি ড. মতিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
সিকৃবির নতুন ভিসি ড. মতিয়ার

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।

এতে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ।


 
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলমের স্থলাভিষিক্ত হবেন ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।