ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
জাবির ভর্তি পরীক্ষা শুরু জাবির পরীক্ষা হলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের মাধ্যমে শুরু হয়েছে। পরীক্ষা চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

রোববার (৩০ সেপ্টম্বর) সকাল ৯টায় ১ম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বিকেল ৫টা পর্যন্ত পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিভিন্ন অনুষদ ঘুরে পরীক্ষার হলগুলো পরিদর্শন করে।

‘এ’ ইউনিটে ৪৩৫টি আসনের বিপরীতে ৬২ হাজার ২১৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

১ অক্টোবর ‘এ’ ইউনিটের পরবর্তী তিনটি শিফটের পরীক্ষা এবং ‘এইচ’ ইউনিটের তিন শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠভাবে চলছে। নিরাপত্তাকর্মীরা সজাগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।