ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে আলোচনা সভা-শিল্পকর্ম প্রদর্শনী 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
জবিতে আলোচনা সভা-শিল্পকর্ম প্রদর্শনী  প্রদর্শনীর উদ্বোধনকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ‘স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

উদ্বোধনকালে ফরিদা ইয়াসমিন বলেন, পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা খুবই জরুরি, কারণ জঙ্গিবাদকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চা সহায়ক হিসেবে কাজ করবে এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তরুণদের সামনে এগিয়ে নিতে কাজ করবে।

 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মো. মোকলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলপ্তগীন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশিদ খান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল প্রমুখ।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ এর উদ্বোধন ঘোষণা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

পরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন শিল্পীর ৭০টির বেশি শিল্পকর্মের মধ্যে প্রথম ছয়জনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
কেডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।