ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষকের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
শাবিপ্রবি শিক্ষকের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া খায়রুল্লাহ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষকের আকস্মিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ৫ অক্টোবর) জুমার নামাজ পড়া অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার নাম খায়রুল্লাহ।

  তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। তার গ্রামের বাড়ি কুমিল্লা। খায়রুল্লাহের স্ত্রী ফারহানা শাহরিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক। এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন,  জুমার নামাজ পড়তে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে ঢলে পড়েন এই শিক্ষক। পরে তাকে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মাগরিবের নামাজের পর ক্যাম্পাসে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

শিক্ষক খায়রুল্লাহ কানাডাতে উচ্চতর ডিগ্রি অর্জনের পর চলতি বছরের এপ্রিলে ফের বিভাগে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।