ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবিতে ম্যানেজমেন্ট ফেস্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
কুবিতে ম্যানেজমেন্ট ফেস্টের উদ্বোধন ম্যানেজমেন্ট ফেস্টের উদ্বোধন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ম্যানেজমেন্ট বিভাগের তিন দিনব্যাপী ফেস্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) বেলুন উড়িয়ে এবং র‌্যালির মধ্য দিয়ে ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. শেখ মকছেদুর রহমান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনএম রবিউল আওয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোসা. শাহীনুর বেগম, মো. সাহেদুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া প্রমুখ।

তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে ছাত্রদের জন্য ফুটবল টুর্নামেন্ট, ছাত্রীদের জন্য বুদ্ধিভিত্তিক খেলা, কবিতা আবৃত্তি, বির্তক ও নাচ প্রতিযোগিতা, বিভাগের নবীণদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনাসহ নানা আয়োজন।  

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।