ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভর্তি জালিয়াতি, জগন্নাথের ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ভর্তি জালিয়াতি, জগন্নাথের ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ সাকিব ও আশিক

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (০৮ অক্টোবর) রাত ১০টার দিকে তাদের আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্তরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (১১ব্যাচ) শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেজবাহ ও রসায়ন বিভাগের (১৩ ব্যাচ) শিক্ষার্থী সাকিব-উল-সাদাত।

আশিকের বাড়ি ঠাকুরগাঁওয়ের ইসলামবাগে ও সাকিবের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে।

তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

জানা যায়, জামিল নামে এক ভর্তিচ্ছুকে ৪ লাখ ২০ হাজার টাকার
বিনিময়ে কলা ও মানবিক অনুষদের (সি ইউনিট) প্রশ্নপত্র সরবরাহের
প্রস্তাব দেয় আশিক ও সাকিব। জামিল বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহবুবুর রহমান নীলকে জানায়। নীল বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবগত করেন। পরে আশিক ও সাকিব ক্যাম্পাসে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বাংলানিউজকে বলেন, তারা যে অপরাধ করেছে তার শাস্তি সর্বনিন্ম তিন বছর। কিন্তু ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দিতে পারে। তাই কোর্ট অধিকতর তদন্ত ও যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমরা তাদের পুলিশে সোপর্দ করেছি।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।