ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ পায় শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ পায় শিক্ষার্থীরা বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: বাংলানিউজ

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার সরকার বছরের শুরুতেই ৩৮ কোটি বই বিনামূল্য শিক্ষার্থীদের হাতে তুলে দেয়, যা বিশ্বের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে। 

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চামারী বিএন উচ্চ বিদ্যালয় ও নলবাতা উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারণের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং সোনাঘাটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, নতুন বছর এলেই শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারে।

যা বিগত দিনে অকল্পণীয় ছিল। সবাইকে জঙ্গিবাদ ও মাদক সম্পর্কে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। শিক্ষাকে ডিজিটাল করতে সরকার কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম, চামারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আসাদুল ইসলাম, কলম ইউপির সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন প্রমুখ।

এরআগে সকাল ১০টায় প্রতিমন্ত্রী সিংড়ার অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা প্রকৌশলী জুনায়েদ আহমেদ সৈকতের দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।  

এসময় গোলই আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাজু আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।