ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গাইবান্ধায় শিক্ষার্থীদের আটকে রেখে কর্তৃপক্ষের পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
গাইবান্ধায় শিক্ষার্থীদের আটকে রেখে কর্তৃপক্ষের পলায়ন শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং

গাইবান্ধা: গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিংয়ে আবাসিকে থাকা শিক্ষার্থীদের আটকে রেখে পালিয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ। হঠাৎ করে তাদের উধাও হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেড়শ শিশুর শিক্ষা জীবন।

শনিবার (১৩ অক্টোবর) পরীক্ষা দিতে আসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের পরিচালকসহ কর্তৃপক্ষকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এরআগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে আবাসিকে থাকা ছেলে-মেয়েদের বাহির থেকে দরজা আটকে রেখে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক হিমেল ও হিসাব রক্ষক মহিউদ্দিন শিকদার। পরদিন শুক্রবার সকালে বাড়ির মালিক ও স্থানীয়রা তাদের দরজা খুলে দেয়। অভিযোগ আছে শিক্ষকদের বেতন, জমানো টাকা ও বাড়ি ভাড়া না দিয়ে পালায় তারা।

পরে শিশু ও অভিভাবকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।  

এ বিষয়ে গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) রওনক জাহান বাংলানিউজকে বলেন, এমন ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। আমরা অবশ্যই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেহেতু অনেকগুলো শিশুর ভবিষ্যৎ জড়িত রয়েছে আমরা খুব দ্রুত সমাধানের চেষ্টা করবো।

এ ব্যাপারে একাধিকবার মোবাইলে চেষ্টা করেও পরিচালক হিমেলের সঙ্গে কথা বলা যায়নি।

২০১৬ সালে শহরের মাস্টারপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে টাঙ্গাইলের শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিংয়ের গাইবান্ধা শাখা খোলা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।