ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘ঘ’ ইউনিটে অসঙ্গতি দেখা গেলে ব্যবস্থা: ঢাবি কর্তৃপক্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
‘ঘ’ ইউনিটে অসঙ্গতি দেখা গেলে ব্যবস্থা: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফলাফল ও ভর্তি কার্যক্রমে কোনো ধরনের অসঙ্গতি দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে পাঠানো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য’ শিরোনামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ঘ’ ইউনিটের প্রধান সমন্বয়কারী ডিন ভর্তি কার্যক্রমের প্রাক্কালে ফলাফল নিরীক্ষা, বিশ্লেষণ ও পর্যালোচনা করবেন।

কোনো ব্যত্যয়/অসঙ্গতি পরিলক্ষিত হলে ব্যবস্থা নেবেন। বৃহত্তর কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ দিলে সে আলোকে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা পুনরায় গ্রহণের দাবি উঠলেও বিশ্ববিদ্যালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কোনো কিছুই বলা হয়নি।

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।