ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির জসীম উদ্‌দীন হল থেকে ৩ মাদকসেবী আটক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ঢাবির জসীম উদ্‌দীন হল থেকে ৩ মাদকসেবী আটক আটকদের থানায় নিচ্ছে পুলিশ/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।  

আটকরা হলেন- ঢাবির দর্শন বিভাগের সাবেক ছাত্র ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী এবং স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন দে লাল।



হল ও ছাত্রলীগ সূত্র জানায়, ৩২১ নম্বর রুমটি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতুর। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী হলে ইয়াবা এবং গাঁজা সেবন করেন। কর্মচারী সুমন দে লালের সঙ্গে মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তোলেন তারা। হল প্রশাসন অভিযোগ পেয়ে ওই রুমে অবস্থানকারী কর্মচারীসহ তিনজনকে অটক করেছে। এসময় রুম থেকে মদের বোতল উদ্ধার করা হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা আজ যাদের আটক করেছি এদের ছাত্রত্ব শেষ। এদের বিরুদ্ধে মাদক বিক্রি ও  মাদক রাখার অভিযোগ রয়েছে। অভিযানের খবর টের পেয়ে জানালা দিয়ে কিছু মাদক জানালা দিয়ে ফেলে দেয় তারা। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেবো না। নিয়মিত অভিযান চলবে হলে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।