ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
কুবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও কেন্দ্র সচিবদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়টির পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী শুধু ৯ নভেম্বরের (শুক্রবার) সকাল ১০টার ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর (শনিবার) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

অন্য ইউনিটের সময়সূচি অপরিবর্তিত থাকবে। যেখানে ৯ নভেম্বর বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের এবং ১০ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।

এ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬১ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।