ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ইবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দিনের প্রথম শিফটে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।

জানা যায়, এ বছর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ১৪৭ জন শিক্ষার্থী।

'সি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১৬ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেয়ার কথা রয়েছে।

দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় বেলা সাড়ে ১১টা থেকে ৫টা পর্যন্ত   মোট ৩ শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। 'ডি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন শিক্ষার্থী।

দ্বিতীয় শিফটে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ডি ইউনিটের ০০০০১ থেকেই ০৭১৫৫ রোলধারী, তৃতীয় শিফটে দুপুর ২টা থেকে তিনটা পর্যন্ত ০৭১৫৬ থেকে ১৪৩১০ পর্যন্ত রোলধারী এবং চতুর্থ শিফটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১৪৩১১ থেকে অবশিষ্ট রোলধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টায় চতুর্থ শিফটের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি কেন্দ্রে শুরু হচ্ছে এ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu ac.bd) -এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।