ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে ভর্তি শুরু ১১ নভেম্বর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
জবিতে ভর্তি শুরু ১১ নভেম্বর

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তির কার্যক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে। 

সোমবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউনিট ১, ২ ও ৩ এর প্রথম মেধাতালিকায় নাম থাকা পরীক্ষার্থীদের মধ্যে মনোনয়নপ্রাপ্তদের ১১-১৫ নভেম্বরের মধ্যে ও বিশেষ ইউনিটে মনোনয়নপ্রাপ্তদের ১৮-২২ নভেম্বরের মধ্যে শিওরক্যাশ’র (SureCash) মাধ্যমে ভর্তি ফি’র টাকা জমা দিতে হবে।

টাকা জমা দেওয়ার পর ইউনিট ১,২,৩-এ মনোনয়নপ্রাপ্তদের ১১-১৬ নভেম্বর ও বিশেষ ইউনিটে মনোনয়নপ্রাপ্তদের ১৮-২৩ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ও স্বাক্ষরিত অাবেদন ফরম, প্রবেশপত্র, সত্যায়িত কপিসহ এসএসসির মূল সনদপত্র ও নম্বরপত্র এবং এইচএসসির মূল সনদপত্র, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রশংসাপত্র মনোনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে।

অাসন শূন্য থাকা-সাপেক্ষে ইউনিট ১, ২, ৩-এ অাগামী ১৮ ও ২৫ নভেম্বর এবং ২ ডিসেম্বর যথাক্রম ২য়, ৩য় ও ৪র্থ দফায় ভর্তি অাহ্বান করা হবে এবং বিশেষ ইউনিটে ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর যথাক্রমে ২য় ও ৩য় দফায় ভর্তি অাহ্বান করা হবে।  

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
কেডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।