ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি ফি প্রায় ৪০ শতাংশ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাতীয় ছাত্রদল।

মঙ্গলবার (৬ নভেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল করে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিরুল আযম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, মঈনুদ্দিন মিয়া, সাধারণ শিক্ষার্থী সৌরভ প্রমুখ।

পরে বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয় ছাত্রদল আরেকটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের যাত্রী ছাউনিতে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে জাতীয় ছাত্রদলের সভাপতি রামকৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুপেল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অমৃত রায় প্রমুখ।

বক্তারা বলেন, গতবারের তুলনায় প্রথম বর্ষের ভর্তি ফি প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। গতবছর (২০১৭-১৮) যেখানে ভর্তি ফি ৬৮৫০ টাকা ছিল সেখানে ২৬৫০ টাকা বাড়িয়ে তা করা হয়েছে ৯৫০০ টাকা। ফলে পাঁচ বছরের ব্যবধানে শাবিতে ভর্তি ফি দ্বিগুণ হয়েছে। এ সিদ্ধান্ত বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করবে। তারা অবিলম্বে ভর্তি ফি কমানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।