ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মশা নিধনের নিজস্ব ব্যবস্থা নিলো ঢাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মশা নিধনের নিজস্ব ব্যবস্থা নিলো ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সর্বত্র মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সব হল স্ব-স্ব উদ্যোগে ফগার মেশিন ক্রয় ও কীটনাশক ওষুধ ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সিটি করপোরেশনের সহায়তায় ক্যাম্পাসে মশা নিধনের কার্যক্রম শুরু করেছে।

ক্যাম্পাসকে মশামুক্ত করার জন্য নিজ নিজ আবাসস্থল ও আশ-পাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।

গত ২২ নভেম্বর ক্যাম্পাসে মশার উপদ্রব বাড়ায় শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মশা নিধনের জন্য নিজস্ব ব্যবস্থাপনার জন্য উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ প্রকাশ করে বাংলানিউজ। সেসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান  নিজস্ব ব্যবস্থাপনায় মশা নিধনের জন্য ফগার মেশিন ক্রয়ের বিষয়টি বিবেচনা করার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসকেবি/এএটি

*** মশা থেকে রেহাই পেতে ঢাবির নিজস্ব ব্যবস্থা দরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।