ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শীতকালীন ছুটিতে হাবিপ্রবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
শীতকালীন ছুটিতে হাবিপ্রবি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঢাকায় অবস্থিত লিঁয়াজো কার্যালয়ে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৪৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি পুনর্বিন্যাস করে মঙ্গলবার (৪ ডিসেম্বর) থেকে বুধবার (৩ জানুয়ারি) পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।