ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষা শুক্রবার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
শেকৃবির ভর্তি পরীক্ষা শুক্রবার

শেকৃবি: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায়। 

বুধবার (০৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকান্দার আলী বাংলানিউজকে বলেন, 'ভর্তি পরীক্ষায় সব ধরনের জালিয়াতি রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সহায়তায় নিয়োজিত থাকবে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রায় শতাধিক রোভার।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ২৬টি আর্চওয়ে ও ৪৯ টি মেটাল ডিটেক্টর ভাড়া করা হয়েছে। '
 
এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরীক্ষার কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র না আনার জন্য পরীক্ষার প্রবেশপত্রে নির্দেশনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশে পাশের ১৪টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।   
 
চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী। এতে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৫৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
 
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।