ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ৩৭৯৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সাতক্ষীরায় পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ৩৭৯৩ জন সাতক্ষীরা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: ২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) সাতক্ষীরা জেলার তিন হাজার ৭৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবছর জেলায় পাশের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ। 

এদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭২৫ জন। প্রাথমিকে পাশের হার ৯৮.৫০ শতাংশ।

এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৮জন। ইবতেদায়ীতে পাশের হার ৯৯ দশমিক ৪৩ শতাংশ।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০১৮ সালে সাতক্ষীরা জেলা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ হাজার ৮৭০ জন অংশগ্রহণকারীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার হাজার ৭২৫ জন। 'এ' গ্রেড পেয়েছে ৯ হাজার ২২২জন, 'এ-' পেয়েছে ৫ হাজার ৪৩৬জন, 'বি' গ্রেড পেয়েছে ৪ হাজার ৯৩৪জন, 'সি' গ্রেড পেয়েছে ৫ হাজার ৪৭৪ জন, 'ডি' গ্রেড পেয়েছে ১ হাজার ৫২৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৫০জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশগ্রহণকারীর মধ্যে ৪ হাজার ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন, এ গ্রেড পেয়েছে ৯২৪জন, 'এ-' পেয়েছে ৭৫৮ জন, 'বি' গ্রেড পেয়েছে ৮৩৩ জন, 'সি' গ্রেড পেয়েছে ১ হাজার ১৬০ জন, 'ডি' গ্রেড পেয়েছে ৪১ জন এবং অকৃতকার্য হয়েছে ২০জন।

সোমবার সারাদেশে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।