ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

খুমেকের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ১০ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জানুয়ারি ২, ২০১৯
খুমেকের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ১০ জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ।

খুলনা: খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস বৃহস্পতিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টায় কলেজের এক নম্বর লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন থেকে শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাসও অনুষ্ঠিত হবে।

বুধবার (২ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ নবাগত সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ১০ জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা,  জানুয়ারি ০২, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।