ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রাজাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, জানুয়ারি ৪, ২০১৯
রাজাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে নতুন বই হাতে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নতুন বই দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে শিশু থেকে পঞ্চম শ্রেণির ১৩০ জন শিক্ষার্থীদের মধ্যে এ বই বিতরণ করা হয়।  

বই বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল।  

অনুষ্ঠানে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খানসহ সুধীজনরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।