ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির নতুন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
বেরোবির নতুন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন আবু হেনা মুস্তাফা কামাল।

রোববার (৬ জানুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি) কুমিল্লা’র রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ ইব্রাহীম কবীরের স্থলাভিষিক্ত হলেন বর্তমান রেজিস্ট্রার।

গত বছরের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৯তম সভায় রেজিস্ট্রার নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে আবু হেনা মুস্তাফা কামালকে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল বলেন, আজকে যোগদান করার পর পরেই বিশ্ববিদ্যালয়ে প্রথম অফিস করেছি। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।