বুধবার (৯ জানুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক একেএম আবুল কালাম।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার জানান, আগামী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র উত্তোলন, যাচাই
এবং একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রত্যাহারের নির্ধারিত তারিখ ২৩ জানুয়ারি এবং ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এসআরএস