ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্লাবের পিঠা উৎসব

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্লাবের পিঠা উৎসব

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে ‘পিঠা উৎসব-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) ডরমেটরিতে এ উৎসবের আয়োজন করা হয়।  

উৎসবে পাটিসাপটা, পুলিপিঠা, কেক পিঠা, ঝাল পিঠাসহ ১১ ধরনের পিঠা পরিবেশন করা হয়।

পিঠা উৎসবে রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মো. আদনান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।  

এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর ড. তানভীর রহমান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস, জিটিআই পরিচালক এ.কে.এম. রফিকুল ইসলাম, জিটিআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন পিঠা উৎসবের চেয়ারম্যান রোটার‌্যাক্টর ফারহানা ইয়াসমীন। এ সময় রোটার‌্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।