ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
রাবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার রাজশাহী বিশ্ববিদ্যাল

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে সোমবার (২১ জানুয়ারি)। এদিন বেলা ১১টা থেকে প্রতিটি বিভাগে পৃথকভাবে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর ২৫ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলে ১৫ জানুয়ারি পর্যন্ত।

এর আগে গত ২২-২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় পাঁচটি ইউনিটে চার হাজার দুইশ' ৭৩টি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার সাতশ' ৫৩জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসএস/পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।