সোমবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাগিং বন্ধে এ কমিটিতে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া হল প্রাধ্যক্ষ, প্রফেসরসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জন সদস্য রয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। এরইমধ্যে প্রক্টর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই বিশ্ববিদ্যালয়ে কোন র্যাগিং করা যাবে না। করলে বা উদ্বুদ্ধ করার অভিযোগ এলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।
র্যাগিংয়ের কমিটি বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিংবিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি র্যাগিং বন্ধে সোচ্চার থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসএস/জেডএস