শুক্রবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন করেন তিনি।
এরপর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণ থেকে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে নেতৃত্বে দেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শোভাযাত্রাটি মহানগরীর মনিচত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে কুমারপাড়া মোড় ঘুরে পুনরায় স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, আমি নিজেও এই প্রাচীনতম ও ঐতিহ্যবাহী স্কুলের ছাত্র ছিলাম। এখানে এসে স্কুলজীবনের স্মৃতির কথা মনে পড়ে গেলো।
তিনি আরো বলেন, এখানকার অনেক শিক্ষার্থী বতর্মানে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আগামীতেও এখানকার শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অবদান রাখবে।
রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ও ১৯০ বছরপূর্তি উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ড. নূর জাহান বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ১৯৫৫ ব্যাচের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার এনামুল হক, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন ছাত্র আতফুল হাই সিদ্দিকী, ১৯৬০ ব্যাচের প্রাক্তন ছাত্র নুরুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসএস/এএটি