শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ফুটবল মাঠে বাংলাদেশ স্কাউটের রাজশাহী অঞ্চলের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ আঞ্চলিক কাব-ক্যাম্পুরির মহাতাঁবু জলশা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাব-ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী সবার উদ্দেশে আবুল কালাম আজাদ বলেন, বড়দের কথা মেনে চলা, নিজের খেয়াল খুশিতে কিছু না করে যে কোনো কাজই যথাসাধ্য চেষ্টা করাই হবে কাব-স্কাউটদের কাজ।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক লতিফা তাহিরা খাতুন ইতির সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনার জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর উর রহমান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ডিসি) আহমেদ হোসেন ভূঁইয়া, পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলাম প্রমুখ।
ষষ্ঠ কাব-ক্যাম্পুরি-২০১৯ অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর পাকশীতে। পঞ্চম কাব-ক্যাম্পুরি ২০১৪ সালে হয়েছিল পাকশীতে। চতুর্থ কাব-ক্যাম্পুরি ১৯৯৭ সালে পঞ্চগড়, তৃতীয় কাব-ক্যাম্পুরি ১৯৯২ সালে রাজশাহী, দ্বিতীয় কাব-ক্যাম্পুরি ১৯৮৭ সালে রাজশাহী এবং প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরি ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জ অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি, ২০১৯
জিপি