শনিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘ইন্টারন্যাশনাল ডে অব অ্যাডুকেশন’ উপলক্ষে ‘অ্যাডুকেশন ফর পিচ অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে আইইআর।
ঢাবির উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় দেরিতে হলেও শিক্ষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনায় বাংলাদেশের মডেল বিশ্বদরবারে তুলে ধরতে হবে। আমাদের সোসাইটি, অ্যাডুকেশন ও পারপেকশন নিয়ে ভাবতে হবে। আমাদের উদ্ভাবনীগুলো বিশ্ব মণ্ডলে ছড়িয়ে দিতে হবে।
অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ‘টেকসই উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা অবৈতনিক শিক্ষাকে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার আছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসকেবি/এএটি