ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দেওয়ান দিঘীরপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ মৎস্যজীবী সমিতির সভাপতি মাসুক নাজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস প্রমুখ।

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।