ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলা দ্বিতীয়পত্রে বরিশালে অনুপস্থিত ৩৯৫ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
বাংলা দ্বিতীয়পত্রে বরিশালে অনুপস্থিত ৩৯৫ শিক্ষার্থী

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রে ৩৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভাগের তিন জেলায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে ভোলা জেলায় তিনজন, ঝালকাঠি জেলায় একজন ও পটুয়াখালী জেলায় একজন পরীক্ষার্থী।

আর অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬৯ জন, বরগুনায় ৪৮ জন, পটুয়াখালীতে ৭০ জন, পিরোজপুরে ৩৮ জন, ঝালকাঠিতে ৪৪ জন ও বরিশালে ১২৬ জন রয়েছেন।

এর ফলে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রশ্নফাঁ‌সের কোনো গুজব বা অভি‌যোগ পাওয়া যায়‌নি। আর এ ধর‌নের ‌গুজ‌বে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবক‌দের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯ 
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ