ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে বিশেষ কোটার সাক্ষাৎকার ১৭ ফেব্রুয়ারি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বেরোবিতে বিশেষ কোটার সাক্ষাৎকার ১৭ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বেরোবি, (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিশেষ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির নবম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি তৃতীয় সাধারণ মেধাতালিকা ও বিশেষ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং পরদিন ১৮ ফেব্রুয়ারি তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।