শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শাহ আলম, খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।
এবার খাগড়াছড়িতে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ৬২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এডি/আরআইএস/ ।