ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়ির ৯ উপজেলায় খাওয়ানো হচ্ছে ‘এ’ প্লাস ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
খাগড়াছড়ির ৯ উপজেলায় খাওয়ানো হচ্ছে ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সারাদেশের মতো খাগড়াছড়ির নয় উপজেলার ৩৮টি ইউনিয়নে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শাহ আলম, খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।


 
এবার খাগড়াছড়িতে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ৬২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।