ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ইবিতে পিঠা উৎসব

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ইবিতে পিঠা উৎসব

ইবি: ‘শীতের ভোরে, পিঠার রসের গন্ধ উড়ে, মনডা মোর পিঠা খাবার চায়’-স্লোগান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী জামাই পিঠা, কমলা সুন্দরী, দুধ পুলি, ভেজা গোলাপ, ডিম ঝাল, ভাপা পুলি, নাড়কেল নকশী সুজি পিঠাসহ ২৫ রকমের পিঠার আয়োজন করেন রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীরা।

বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ও ইলেকট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান ও আল কুরআন বিভাগের অধ্যাপক ড. শেখ জাকির হোসেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।