বার্ধক্যজনিত কারণে বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে তিনি ঢাবির শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বাংলানিউজকে জানান, গুলশানের আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে সাড়ে বারোটায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হবে। পরবর্তীতে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তিনি।
এদিকে প্রবীণ এ অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসকেবি/এএটি