ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ডাকসু সংগ্রহশালায় বেড়েছে দর্শনার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ডাকসু সংগ্রহশালায় বেড়েছে দর্শনার্থী ডাকসু সংগ্রহশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে এর গৌরবময় ইতিহাস জানার জন্য আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ডাকসু সংগ্রহশালার মন্তব্য খাতা থেকে এ তথ্য জানা গেছে। যেখানে অন্যমাসে ২০-৩০ জন দর্শনার্থী সংগ্রহশালাটি পরিদর্শন করতো, সেখানে ফেব্রুয়ারি মাসেই ১৮ দিনে ৫৬ জন পরিদর্শন করেছেন।

ডাকসু সংগ্রহশালা পরিদর্শনে ঢাবির শিক্ষার্থীরা ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। সন্তুষ্টি প্রকাশ করেছেন ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত আমগাছ, ভাষা শহীদদের রক্তমাখা জামা, বিভিন্ন দলিল দেখে।  

পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুলের আফজাল হোসাইন আহাদ বলেন, ভাষা আন্দোলনের অজানা অনেক তথ্য জানার সুযোগ হলো। গাইবান্ধার মেহেদী হাসান বলেন, ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত সেই আমগাছটা দেখে খুবই ভালো লাগলো।

ডাকসু সংগ্রহশালার অফিস সহকারী মোহাম্মদ সোহেল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। সবাই ডাকসুর ইতিহাস ও ভাষা আন্দোলন নিয়ে নিদর্শন দেখার পাশাপাশি মূল্যবান  দলিল সম্পর্কে জানার চেষ্টা করছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।