ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৯, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ডাকসু ভবন/ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকালে হলের নোটিশ বোর্ডে এ তালিকা প্রকাশ করা হয়। তবে বিকেল ৪টার মধ্যে ওয়েবসাইট ducso.du.ac.bd এখনো সব হলের ভোটার তালিকা প্রকাশ করা হয়নি।



এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার এসএম মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিটি হলের নোটিশ বোর্ডে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে খসড়া ভোটার তালিকার খুব বেশি পরিবর্তন হবে না। হলগুলো থেকে তথ্য আসতে সময় লাগায় ওয়েবসাইটে এখনো সব হলের তালিকা দেওয়া সম্ভব হয়নি। কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০  ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।