ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জাবিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভাষাশহীদদের প্রতি জাবি পরিবারের শ্রদ্ধা, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবার।

একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
 
এ সময়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদ ডিন, রেজিস্ট্রার, প্রক্টর উপস্থিত ছিলেন।


 
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয় মহিলাক্লাব, শিক্ষক সমিতি, সাংবাদিক  সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।