ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বেরোবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ সভা, ছবি: বাংলানিউজ

বেরোবি,(রংপুর):  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী ৩ মার্চ (রোববার) থেকে ক্লাস শুরু হবে। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার দশম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ৩ মার্চ (রোববার) ছয়টি অনুষদের সব বিভাগেই একসঙ্গে ক্লাস শুরু হবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।

এ সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( brur. ac. bd) এর মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।