ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রত্ব ছাড়াই ভিপি-এজিএস প্রার্থী!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ছাত্রত্ব ছাড়াই ভিপি-এজিএস প্রার্থী! সাইফুল্লা আব্বাছি ও সুরাপ মিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রত্ব না থাকলেও শহীদ সার্জেন্ট জহরুল হক সংসদ নির্বাচনে ভিপি এবং এজিএস প্রার্থী হয়েছেন সাইফুল্লা আব্বাছি ও সুরাপ মিয়া। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

প্রশাসনিক ভবনের দেওয়া তথ্যানুযায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকত্তোরের এই দুই শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয় ২৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশের পর কারো ছাত্রত্ব থাকে না।

অন্যদিকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১১ ফেব্রুয়ারি।
 
সাইফুল্লা আব্বাছি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র। যার রেজিস্ট্রেশন নম্বর ২০১২-৮১৪৬৮৮। এক বছর শিক্ষাবিরতি থাকা এ শিক্ষার্থী মাস্টার্সে ৩ দশমিক ১৬ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র সুরাপ মিয়ার রেজিস্ট্রেশন নম্বর ২০১৩-৬১৩৯৪১। ৩ দশমিক ১৮ পেয়ে মাস্টার্সে উত্তীর্ণ হন।
 
এ বিষয়ে জানতে চাইলে ফলাফল প্রকাশের বিষয়টি স্বীকার করেন সাইফুল্লা আব্বাছি। বাংলানিউজকে তিনি বলেন, আমার নাম ভোটার তালিকায় রয়েছে। হল আইডি কার্ডের মেয়াদ আছে জুন মাস পর্যন্ত।
 
ফলাফল প্রকাশের পর ছাত্রত্ব থাকে না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সান্ধ্যকালীন কোর্সে ভর্তির কার্যক্রম চলছে।
 
এ বিষয়ে এজিএস প্রার্থী সুরাপের বক্তব্য জানতে ফোন করা হলেও কলটি রিসিভ হয়নি।
 
এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের অবহিত ছিল না। কোনো প্রার্থী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ’
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।