ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পাচ্ছেন আপিলকারী ৫ জন!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ডাকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পাচ্ছেন আপিলকারী ৫ জন! ডাকসু ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আপিলকারী ৫ জন তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন।

শুক্রবার (১ মার্চ) বিকেলে ডাকসু নির্বাচন সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র জানায়, প্রার্থিতা ফিরে পেতে আবেদন করা ৫ জনের বিষয়টি মঞ্জুর হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে তাদের আর কোনো বাধা থাকবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফোন করে প্রার্থীদের এ তথ্য জানিয়েছে।

অপরদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বাম জোটের প্যানেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী উম্মে হাবিবা বেনজীর। সাংবাদিকতা বিভাগের এ আর এম আসিফুর রহমানও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।