এদিন সকাল ১০টায় নেত্রকোণা শহরের রাজুর বাজারে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি, নেত্রকোণা) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হবে একটি আধুনিক ও গবেষণানির্ভর আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
‘প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (ডিজি) মো. সেলিম রেজা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে দু’টি অনুষদের অধীনে তিনটি বিভাগে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। বিভাগগুলো হচ্ছে- কলা অনুষদের অধীনে বাংলা ও ইংরেজি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ।
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এইচএ/