ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

সমুদ্রসৈকত পরিষ্কার করলো বিইউপি’র শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, মার্চ ২, ২০১৯
সমুদ্রসৈকত পরিষ্কার করলো বিইউপি’র শিক্ষার্থীরা বিইউপি’র শিক্ষার্থীরা।

ঢাকা: কক্সবাজার কলাতলী সমুদ্রসৈকত পরিষ্কার করলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা

বাইরের অন্য অনেক দেশের মতো আমাদের দেশেও সম্প্রতি ইকো ট্যুরিজম’র ধারণাটি বিস্তৃতি লাভ করছে। এর ধারাবাহিকতায় এবার যুক্ত হলো বিইউপির ব্যবস্থাপনা বিভাগ।

 বিইউপি’র শিক্ষার্থীরা সমুদ্রসৈকত পরিষ্কার করছে।

চলতি ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল বাশার’র সার্বিক তত্ত্বাবধায়নে সৈকতের বিভিন্ন প্রান্তে ময়লা ফেলার ঝুড়ি স্থাপন করা হয়।

প্রায় দু-এক ঘণ্টা ধরে চলা এই সমুদ্রসৈকত পরিষ্কার করা ক্যাম্পেইনে বিইউপির প্রায় ৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

বিভাগের চেয়ারম্যান এ উদ্যোগকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সচেতন ভ্রমণকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।