ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, মার্চ ১০, ২০১৯
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ভর্তি পরীক্ষা শনিবার (০৯ মার্চ) সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৮২১ জন শিক্ষার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৫ জন।

এর মধ্যে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যা আবেদনকারীদের ৯৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান জানান, এ বছর ৫ বছর মেয়াদী ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং ৪ বছর মেয়াদী কৃষি অনুষদে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।  

সোমবার (১১ মার্চ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা বুধবার (১৩ মার্চ) থেকে ভর্তি হতে পারবেন।  

বাংলাদেশসময়:  ১৯২৫ ঘণ্টা,  মার্চ ০৯, ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।