সোমবার (১১ মার্চ) দুই হল বাদে বাকি হলগুলোর ভোটগ্রহণ শেষে বাংলানিউজকে একথা বলেন উপাচার্য।
এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য।
‘আমরা কালক্ষেপণ না করে, কোনো শৈথিল্য না দেখিয়ে প্রভোস্টকে সরিয়ে দিয়েছি। নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করে দিয়েছি। কমিটি মূলত খতিয়ে দেখবে, কারা কারা এর সঙ্গে জড়িত। এই নীতিবর্হিভূত কাজের সঙ্গে যারা জড়িত, যেটা কোনোভাবেই বরদাশত করা যায় না। ’
তিনি বলেন, এর বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেবো। যাতে ভবিষ্যতে কেউ নীতিবিরোধী এ ধরনের কাজ ও দুর্নীতির সঙ্গে জড়িত না হয়। সেটা আমরা দেখবো। রিপোর্ট পাওয়ার পর আমরা ব্যবস্থা নেবো।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। মৈত্রী ও রোকেয়া হলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ হয় ব্যালটে সিলমারাসহ অনিয়মের অভিযোগে। বাকি ১৬ হলের ভোটগ্রহণ শেষ। মৈত্রী ও রোকেয়া হলের ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এএ