ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সূর্যসেন হলের ভিপি সোহান, জিএস সিয়াম

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
সূর্যসেন হলের ভিপি সোহান, জিএস সিয়াম ভিপি মারিয়াম জামান খান সোহান ও জিএস সিয়াম রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা’ সূর্যসেন হলের সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন সিয়াম রহমান।

সোমবার (১১ মার্চ) রাতে হলে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ৮৮১ ভোট পান সোহান এবং সিয়াম রহমান পান ১০৫৫ ভোট।

অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এম মোরশেদ সালাম ১ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাহিত্য সম্পাদক হন আল সাদী ভূইয়া, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক জুলহাস হোসেন। তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

এর আগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। তবে দুটি হলে চলে বিকেল ৫টা পর্যন্ত।  

ডাকসু ও হল সংসদের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

এদিকে সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এক পর্যায়ে দুপুরের দিকে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা।

*** একুশে হলের ভিপি মেহেদী, জিএস হাবীব
*** ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি
*** মুহসীন হল সংসদে ভিপি শিশির, জিএস মেহেদী
*** একাত্তর হলের ভিপি সজীব, জিএস নিশান

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসকেবি/পিএম/এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ