ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শামসুন নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্ররা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
শামসুন নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্ররা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে স্বতন্ত্রদের সব প্রার্থী জয় পেয়েছে। 

সোমবার (১১ মার্চ) রাতে হল প্রাঙ্গণে এ ফল ঘোষণা করা হয়।  

এ হলে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞানের ছাত্রী শেখ তাসনিম আফরোজ ইমি ও সাধারণ সম্পাদক হয়েছেন আফসানা ছফা।

 

এছাড়া সহ-সাধারণ সম্পাদক ফাতিমা আক্তার, সমাজ সেবা শিরিন আক্তার, সাহিত্য সম্পাদক তাহসীন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক খাদিজা বেগম, বহিক্রীড়া সম্পাদক মাহমুদা আক্তার।

এ হলের ১৩ পদের মধ্যে ৯টি পদে প্রার্থী দেয় স্বতন্ত্ররা। তাদের সব প্রার্থী জয় লাভ করে।

*** একুশে হলের ভিপি মেহেদী, জিএস হাবীব
*** ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি
*** মুহসীন হল সংসদে ভিপি শিশির, জিএস মেহেদী
*** একাত্তর হলের ভিপি সজীব, জিএস নিশান
*** সূর্যসেন হলের ভিপি সোহান, জিএস সিয়াম
***শামসুন নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্ররা

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসকেবি/পিএম/এমএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ