ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনশন ভাঙাতে এসে তোপের মুখে প্রভোস্ট-প্রক্টর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
অনশন ভাঙাতে এসে তোপের মুখে প্রভোস্ট-প্রক্টর অনশন ভাঙাতে এসে তোপের মুখে প্রভোস্ট-প্রক্টর। ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: হল সংসদে পুনর্নির্বাচন ও প্রভোস্টের পদত্যাগ চেয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এসে তোপের মুখে পড়েছেন প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা ও প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনকে নিয়ে রোকেয়া হলের ফটকে আসেন প্রভোস্ট ও প্রক্টর। এসময় শিক্ষার্থীরা তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।

ডাকসুর ভিপি নুরুল হক বলেন, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করবো। আপনারা ম্যাম কী বলেন তা শুনুন। এর পরিপ্রেক্ষিতে প্রভোস্ট জিনাত হুদা বক্তব্য রাখতে গেলে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ছাত্রীরা। একপর্যায়ে প্রভোস্ট ও প্রক্টর চলে যান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-হল প্রভোস্টের পদত্যাগ, হল সংসদ বিলুপ্ত করে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করা ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসকেবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।