ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ফের পুনর্নির্বাচনের দাবি ভিপি নুরের প্যানেলের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ফের পুনর্নির্বাচনের দাবি ভিপি নুরের প্যানেলের সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ফের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ডাকসু ভিপি নুরুল হক নুরের প্যানেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি।

এতে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সাংবাদিকদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রার্থীদের উপর হামলা হয়েছে। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ঢাবির মর্যাদা রক্ষায় পুনর্নির্বাচন দাবি করছি।

এসময় ভিপি নুরুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের মতামত নিয়ে দায়িত্ব গ্রহণ করার কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯/আপডেট: ১৮২৮ ঘণ্টা
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।