প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।
আকরাম-আল-হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি বাদ যাচ্ছে।
তিনি আরো জানানা, প্রাক-প্রাথমিকের সময়কাল এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বাস্তবায়ন হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব পরীক্ষা তুলে দিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমআইএইচ/জেডএস